Lesson 11 Tense (Continued) ‘Verb To Have’
“To have”-এর অর্থ কারও কিছু “থাকা”। “To be ” Verb-এর মতো এরও তিনটি Tense- এ বিভিন্ন form হয়।
Lesson 11 Tense (Continued) ‘Verb To Have’ Present (Indefinite / Simple Tense (বর্তমান কাল)

Class 6 English Lesson 11 Answers
লক্ষ্য কর :
1. Subject (কর্তা)-টি Singular হলে I ও You এই দুই ক্ষেত্রে অর্থাৎ “আমার” ও বোঝালে ক্রিয়ার ইংরাজী have হবে। অন্যান্য সমস্ত ক্ষেত্রে has হবে।
2. Plural-এ সর্বদাই have হবে।
Read And Learn Also WBBSE Class 6 English Functional Grammar
নীচের sentence গুলি লক্ষ্য কর :
- I have a pen. – আমার একটি কলম আছে।
- We have many dogs. . – আমাদের অনেকগুলি কুকুর আছে।
- You have a bicycle. -তোমার একটি সাইকেল আছে।
- You have many friends. — তোমাদের অনেক বন্ধু আছে।
- He has a gun. — তার একটি বন্দুক আছে।
| WBBSE Class 6 English Functional Grammar | WBBSE Class 6 English Reading Skills | WBBSE Solutions For Class 6 English |
- They have a big house. — তাদের একটি বড় বাড়ী আছে।
- Amal has a brother. — অমলের একটি ভাই আছে।
- Anita and Sabita have many toys. – অনিতা ও সবিতার অনেক খেলনা আছে।

Lesson 11 Tense (Continued) ‘Verb To Have’ Past Tense

Class 6 Functional Grammar Questions & Answers
লক্ষ্য কর :
“To have”-এর Past Tense-এ শুধু একটি মাত্র রূপ had । সমস্ত persons এবং singular ও plural উভয় ক্ষেত্রেই “ছিল” অর্থে had ব্যবহার করতে হয়।
নীচের sentence-গুলি লক্ষ্য কর :
- I had a white dog. — আমার একটি সাদা কুকুর ছিল।
- We had many books. – আমাদের অনেকগুলি বই ছিল।
- You had a house. — তোমার বা তোমাদের একটি বাড়ী ছিল।
- He had two daughters. — তার দুটি কন্যা ছিল।
- They had many friends. — তাদের অনেক বন্ধু ছিল।
- Ram had a nice picture. – রামের একটি সুন্দর ছবি ছিল।
- Jadu and Madhu had many toys. যদু ও মধুর অনেক খেলনা ছিল।
Lesson 11 Tense (Continued) ‘Verb To Have’ Future Tense (ভবিষ্যৎ কাল)

WBBSE Class 6 English Solutions
লক্ষ্য কর :
1. Verb “To be”-এর ন্যায় এখানেও মূল Verb (have)-এর পূর্বে First Person-এ অর্থাৎ I We-4 shall 4 Second Third Person-4 will Singular Plural উভয় ক্ষেত্রেই এরূপ হবে।
2. কিন্তু বক্তার প্রতিজ্ঞা, আদেশ, সংকল্প, উপদেশ বোঝাতে First Person-এ will এবং Second Third Person-4 shall
এইবার নীচের sentence গুলি লক্ষ্য কর :
- I will have the prize. — আমি (নিশ্চয়ই) পুরস্কারটি পাব।
- We will have the prize. — আমরা (নিশ্চয়ই) পুরস্কারটি পাব।
- You shall have the prize. — তোমরা (নিশ্চয়ই) পুরস্কারটি পাবে।
- He shall have the prize. — সে (নিশ্চয়ই) পুরস্কারটি পাবে।
- They will have the prize. — তারা পুরস্কারটি পাবে।