Lesson 12 Tense – Other Verbs
“To be” এবং “To have ” Verb-এর রূপ কি রকম হয় তা তোমরা শিখেছ। এখন অন্য Verb- এর Tense-এর রূপ কি প্রকারের হয় দেখ ।
প্রথমে “To do” verb লওয়া যাক :
Lesson 12 Tense – Other Verbs Present (Indefinite / Simple) Tense (বর্তমান কাল)

মনে রাখবে subject-টি third person, singular number হলে verb-এর শেষে “” বা “es” যোগ করা হয়। অন্য সমস্ত ক্ষেত্রে মূল verb-টি সোজাসুজি ব্যবহৃত হয়।
এই “s” বা “es” যোগ করবার কয়েকটি নিয়ম আছে :
Class 6 Functional Grammar Lesson 12
Read And Learn Also WBBSE Class 6 English Functional Grammar
1. কোন কোন verb-এর শেষে শুধু একটা “s” যোগ হয়। যথা :
- He walks — সে হাঁটে।
- The girl sings—বালিকাটি গান করে।
- The teacher writes — শিক্ষক মহাশয় লেখেন।
- Rina dances — রীণা নাচে।
- The boy works—বালকটি কাজ করে। Subir reads—সুবীর পড়ে।
| WBBSE Class 6 English Functional Grammar | WBBSE Class 6 English Reading Skills | WBBSE Solutions For Class 6 English |
2. Verb-টির শেষের অক্ষর যদি ‘o’ হয় তাহলে সেই verb-এর শেষে শুধুমাত্র ‘s’ বসাবে না, “es’ বসাবে। যথা :
- He does – (does = do + es)
- She goes – (goes = go + es)
3. যদি verb-এর শেষের অক্ষর ‘,’ হয় এবং ঠিক তার পূর্বে consonant থাকে তাহলে ‘y’-কে ‘i’ করতে হবে এবং সেই সঙ্গে ‘es’ যোগ করতে হবে। যথা :
- He cries – ( cries = cry + es )
- Ram tries – (tries = try + es)
কিন্তু যদি verb-এর শেষে ‘y’ থাকে এবং তার পূর্বে একটি vowel থাকে তবে শুধু ‘s’ যোগ করতে হয়। যথা :
- He plays. (plays = play + s)
- Arati prays. (prays = pray + s)
- She says. (says = say + s)
- He pays money. (pays = pay + s)
WBBSE Class 6 English Solutions
4. Verb-এর শেষে যদি ‘s’, ‘ss’, ‘x’, ‘z’, ‘ch’ এবং ‘h’ থাকে তবে verb-এর শেষে ‘es’ যোগ করতে হয়। যথা : (passes = pass + es )
- Ranu passes the book to me.
- Arati washes cloth. (washes = wash + es)
- He teaches us. (teaches = teach + es)
- Sandip watches games. ( watches = watch + es)

Lesson 12 Tense – Other Verbs Present Continuous/Progressive Tense
Verb-এর রূপ : is/am/are + verb + ing
কোন কাজ বর্তমানে চলছে এবং এখনও শেষ হয়নি বোঝালে verb-এর এই tense হয় যথা :
- I am going—আমি যাইতেছি (যাচ্ছি)।
- You are going— তুমি যাইতেছ (যাচ্ছ)।
- He is going—সে যাইতেছে (যাচ্ছে)।
- We are going – আমরা যাইতেছি (যাচ্ছি)।
- You are going—তোমরা যাইতেছ (যাচ্ছ)।
- They are going—তারা যাইতেছে (যাচ্ছে)।
লক্ষ্য কর :
1. সাধারণতঃ বাংলায় ক্রিয়ার (verb) পর ইতেছি, ইতেছ, ইতেছে থাকলে ইংরাজীতে verb-এর এই tense হয়।
2. এই tense-এ verb-এর শেষে ing যোগ করতে হয় এবং তার পূর্বে কর্তা (subject) I হলে am এবং কর্তা he, she, it অর্থাৎ Third Person Singular হলে is এবং অন্যান্য সমস্ত স্থলে are বসাতে হয় ।
3. Verb-এর শেষে ing যোগ করবার সময় তার শেষে যদি ‘e’ থাকে তবে ‘e’-টি তুলে দিতে হবে। যথা :
- He is coming. – (coming = come + ing)
- The sun is rising – ( rising = rise + ing)
Lesson 12 Tense – Other Verbs Present Perfect Tense
Verb-এর রূপ : has / have + verb (Past Participle form ) কাজটি এইমাত্র শেষ হয়েছে, বা পূর্বে শেষ হলেও ফল এখনও চলছে এরূপ বোঝালে Verb-এর এই tense হয়। যথা :
- I have done it—আমি এটা করেছি (করিয়াছি)।
- You have done it—তুমি এটা করেছ (করিয়াছ)।
- He has done it — সে এটা করেছে (করিয়াছে)।
- We have done it আমরা এটা করেছি (করিয়াছি)।
- You have done it—তোমরা এটা করেছ (করিয়াছ)।
- They have done it—তারা এটা করেছে (করিয়াছে)।
- He has gone away — সে চলে গেছে (গিয়াছে)।
- I have seen him—আমি তাকে দেখেছি (দেখিয়াছি)।
লক্ষ্য কর :
1. সাধারণতঃ বাংলায় ক্রিয়াপদের (verb)-এর পর ইয়াছি, ইয়াছ, ইয়াছে থাকলে ইংরাজীতে verb- এর এই tense হয়।
কিন্তু সব সময় নয়। যদি কাজটি অতীত কালে সম্পন্ন হয়ে থাকে এবং সেই কালটি নির্দেশ করা থাকে তা হলে verb-এর শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে থাকলেও এক্ষেত্রে verb-এর Simple Past Tense হয়, Present Perfect Tense হয় না। যেমন—
আমি তাকে কাল দেখেছি (দেখিয়াছি) — I saw (have seen নয়) him yesterday. এখানে সুস্পষ্ট অতীত কালের উল্লেখ আছে বলে অতীত কাল (Past Tense) হল, Present Perfect Tense নয়।
অতীতের কোন দিন, ক্ষণ, তারিখ ইত্যাদির উল্লেখ থাকলে এই tense হয় না।
2. এই tense-এ মূল verb-এর Past Participle form-এর পূর্বে has অথবা have বসাতে হয়। কর্তা (subject) Third person ও Singular number হলে has এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে have বসে।
Lesson 12 Tense – Other Verbs Past Tense (অতীত কাল)
“To do” Verb-এর Tense-এর রূপ লক্ষ্য কর : Singular

মনে রাখিও :
Past Tense-এ Verb ‘To be ‘ ভিন্ন আর কোনও verb-এর Person বা Number অনুযায়ী রূপের কোন পরিবর্তন হয় না। Past Tense-এর রূপটি সর্বক্ষেত্রেই একভাবে ব্যবহৃত হয়। যেমন :
- Sarala had We had
- The boy went
- I went
- Sarala did We did
- They did
- They had
- You went
- You did
- You had
- We went
- I did
- I had
- They went
- The girls did
- The girls had
- He went
Functional Grammar Class 6 WBBSE
Lesson 12 Tense – Other Verbs Past Continuous/Progressive Tense
Verb-এর ‘রূপ : was / were + verb + ing
কোন কাজ অতীতকালে চলছিল বোঝালে verb-এর Past Continuous Tense হয়। বাংলায় ক্রিয়ার (verb) পর তেছিল, তেছিলাম, তেছিলে থাকলে verb-এর এই রূপ বোঝায়।
- I was reading আমি পড়ছিলাম।
- You were reading — তুমি পড়ছিলে।
- He was reading — সে পড়ছিল।
- The girl was sleeping — বালিকাটি
- We were reading — আমরা পড়ছিলাম।
- You were reading—তোমরা পড়ছিলে।
- They were reading — তারা পড়ছিল।
- The girls were singing—বালিকারা গান করছিল।
লক্ষ্য কর :
এই tense-এ মূল verb-এর শেষে ing যোগ করতে হয় এবং subject (কর্তা) First ও Third Person Singular Number-এ থাকলে subject-এর পর was এবং অন্যান্য সকল ক্ষেত্রে were বসাতে হয়।
Lesson 12 Tense – Other Verbs Future Tense (ভবিষ্যৎ কাল)
Verb-এর রূপ : shall/will + verb.

কাজটি পরে অর্থাৎ ভবিষ্যতে হবে বোঝালে Verb-এর Future Tense হয়। “To do” verb- এর রূপ লক্ষ্য কর :
মনে রাখিও :
1. Future Tense করবার সময় Present Tense- এর মূল Verb-এর পূর্বে First Person – এ (I We) shall 4 Second Third Person-4 will Singular Plural উভয় ক্ষেত্রেই এরূপ হয় ।
2. কিন্তু বক্তার প্রতিজ্ঞা, আদেশ, সংকল্প, উপদেশ বোঝাতে First Person-এ will এবং Second ও Third person-এ shall বসবে। you.