WBBSE Solutions For Class 6 English Functional Grammar Lesson 8 Possessive Forms

Lesson 8 Possessive Forms Nouns

  • This is Ram’s book.
  • I went to Sunil’s house.

Read And Learn Also WBBSE Class 6 English Functional Grammar

প্রথম senterice-এ বইটি কার? (Whose ?)—এই প্রশ্নের উত্তরে বলছে রামের (Ram’s)। অর্থাৎ book-এর সাথে Ram-এর সম্বন্ধ বোঝাচ্ছে। সেইরূপ দ্বিতীয় sentence-এ Sunil এর সাথে house- এর সম্বন্ধ বোঝাচ্ছে, অর্থাৎ Sunil’s house দ্বারা বাড়ীটির সাথে সুনীলের অধিকার সম্বন্ধ বা possession বোঝাচ্ছে। এই অধিকার সম্পর্ক বোঝাবার জন্য Ram ও Sunil — এই word দুটি যথাক্রমে Ram’s ও Sunil’s হয়েছে।
কোন জিনিসের সাথে কর্তার অধিকার সম্বন্ধ বোঝাতে নির্দিষ্ট Noun বা Pronoun)-কে Possessive form-এ ব্যবহার করতে হয়।

WBBSE Solutions For Class 6 English Functional Grammar Lesson 8 Possessive Forms

এই Possessive form-এ রূপান্তরের কতকগুলি নিয়ম আছে।

1.

  • Ram’s book বা the book of Ram—রামের পুস্তক।
  • The boy’s name বা the name of the boy — বালকটির নাম।
  • The boys’ names বা the names of the boys – বালকদের নাম।
  • The bird’s nest বা the nest of the bird—পাখিটির বাসা।
  • The horses’ tails বা the tails of the horses— ঘোড়াগুলির লেজ।
  • The dogs’ tails বা the tails of the dogs — কুকুরগুলির লেজ ।
  • The ladies’ programme বা the programme of the ladies —  মহিলাদের অনুষ্ঠান।
  • The children’s toys বা the toys of the children —শিশুদের খেলনাগুলি।
  • The women’s college বা the college of the women-মেয়েদের  কলেজটি।
  • The men’s clothes বা the clothes of the men – পুরুষদের পোষাক।
  • Paresh’s pen— পরেশের কলম।
  • Dickens’s novel — ডিকেন্সের নভেল।

WBBSE Grammar Lesson 8 Solutions

লক্ষ্য কর :

1. যে সকল Noun-এ চেতন অর্থাৎ প্রাণীবাচক (animate) পদার্থ বোঝায় তাদের শেষে ‘s (apostrophe এবং s) বসিয়ে বা এদের পূর্বে of বসিয়ে possessive form করা হয়।

2. তবে Noun-টির Plural form-এ শেষে যদি s বা es থাকে তবে তার পরে কেবলমাত্র apostrophe (‘) sign বসে, apostrophe -র পরে s বসে না।

2.

  • The roof of the house — বাড়ীর ছাদ।
  • The door of the room—ঘরের দরজা।
  • The pages of the book — বইয়ের পাতাগুলি ।
WBBSE Class 6 English Functional GrammarWBBSE Class 6 English Reading SkillsWBBSE Solutions For Class 6 English


লক্ষ্য কর :
Noun-টি যদি অচেতন পদার্থ (inanimate) বোঝায় তবে সাধারণতঃ তার পূর্বে of বসিয়ে possessive form করা হয়, ‘s বসিয়ে হয় না।

3.

  • One day’s leave — একদিনের ছুটি।
  • A week’s lesson —এক সপ্তাহের পড়া।
  • The sun’s rays—সূর্যের রশ্মি।
  • One month’s leave — এক মাসের ছুটি।
  • Today’s weather – আজকের আবহাওয়া। A boat’s crew —নৌকার  মাঝি।
  • Country’s cell — দেশের ডাক।
  • Five years’ labour — পাঁচ বছরের পরিশ্রম।

লক্ষ্য কর: কোন কোন ক্ষেত্রে অচেতন পদার্থ (inanimate) বোঝালেও ‘s (apostrophe এবং s)
বসিয়ে possessive করা হয়।

Lesson 8 Pronouns

Pronoun-এর Possessive’ form নীচে লক্ষ্য কর :

Pronoun – Possessive form

  • I (আমি) – my, mine (আমার)
  • We (আমরা) – our, ours (আমাদের)
  • You (তুমি, তোমরা) – your, yours (তোমার, তোমাদের)
  • He (সে-পুং ) – his (তার)
  • She (সে-স্ত্রী) – her, hers (তার)
  • It – its (ইহার )
  • They (তারা) – their, theirs (তাদের)

4

  • My mother – আমার মা।
  • Your book—তোমার (আপনার) বই।
  • His pen — তার (পুং) কলম।
  • Her pen—তার (স্ত্রী) কলম।
  • Our country – আমাদের দেশ।
  • Your house—তোমাদের (আপনাদের) বাড়ী।
  • Their garden — তাঁদের বাগান।
  • Their price– তাদের মূল্য।
  • Its name—ইহার নাম।

English Grammar Lesson 8 Answers Class 6

লক্ষ্য কর :

1. Your বললে ‘তোমার’, ‘তোর’, ‘আপনার’, ‘তোমাদের’, ‘তোদের’, ‘আপনাদের’— সবই বোঝায়। Their বললে ‘তাদের’, ‘এদের’, ‘ওদের’ ইত্যাদি সবই বোঝায়।

2. ‘তাহার’ বোঝালে পুরুষের ক্ষেত্রে his এবং স্ত্রীলোকের ক্ষেত্রে her ব্যবহৃত হয়। Its—এই শব্দটিতে কোন (‘) apostrophe নাই।
বাংলায় যেমন ‘আমার’, ‘তোমার’, ‘তাহার’ প্রভৃতি সম্বন্ধ পদ বিশেষ্যের (Noun) পূর্বে বসে, সেইরূপ ইংরাজীতে my, our, your, his ইত্যাদি pronoun -গুলি possessive word রূপে Noun-এর পূর্বে বসে। তাই এদের বলা হয় Possessive Adjectives.

5.

নীচের sentence-গুলি দেখ:

  • This is my pen. (এইটি আমার কলম ।) = This pen is mine. (এই কলমটি আমার।)
  • This is your chair. (এইটি তোমার চেয়ার।) = This chair is yours. (এই চেয়ারটি তোমার।)
  • This is her dress. (এইটি তার পোষাক। = This dress is hers. (এই পোষাকটি তার।)
  • That is our school. (ঐটি আমাদের বিদ্যালয়।) = That school is ours. (ঐ বিদ্যালয়টি আমাদের।)
  • This is his bag. (এটা তার ব্যাগ।) = This bag is his. (এই ব্যাগটি তার।)
  • It is their house. (এটা তাদের বাড়ী।) = This house is theirs.(এই বাড়ীটি তাদের।)

Class 6 English Grammar Exercises Wbbse

লক্ষ্য কর :

1. উপরের ডান দিকের এবং বাঁদিকের sentence-গুলি আলাদা ভাবে লেখা হলেও উভয়েরই অর্থ এক।

2. mine (আমার), ours (আমাদের), yours (তোমার বা তোমাদের) his (তার-পুং ) hers (তার-স্ত্রী) theirs (তাদের)—এইসব Pronoun -গুলিও possessive word রূপে ব্যবহৃত হয়। এগুলির পরে Noun ব্যবহৃত হয় না এবং এরা সাধারণতঃ sentence-এর শেষে বসে। এই word-গুলিকে Possessive Pronouns বলা হয়।

3. Ours, hers, its, yours, theirs—এই শব্দগুলিতে ‘s’-এর পূর্বে কোন (‘) apostrophe বসে না।

  • Rice mill — চালের কল।
  • School fee—স্কুলের বেতন।
  • Golden chain – সোনার চেন।
  • Puja holiday — পূজার ছুটি।
  • Iron safe—লোহার সিন্দুক।
  • Rain water — বৃষ্টির জল।
  • Street dog—রাস্তার কুকুর।
  • Coal mine—কয়লার খনি।

ব্যবহার করা হয়। উপরের word-গুলিতে কোন কোন সময় সম্বন্ধবাচক word-টি Adjective-রূপে rice, school, golden ইত্যাদি Noun-গুলি Adjective-রূপে ব্যবহার করা হয়েছে।.

Leave a Comment